চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ শুরু হবে পবিত্র রমজান মাস। রমজানকে কেন্দ্র করে ১৫ দিন আগেই নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।
সোমবার ২৬ ফেব্রুয়ারি রাজধানীর কাপ্তান বাজার ও রায়েরবাগ বাজারে গিয়ে দেখা গেছে, চিনি, পেঁয়াজ, ছোলা, খেজুর, চিনি, মুরগি প্রভৃতির দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।
পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে ছোলার দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ১০৫ থেকে ১১৫ টাকা হয়েছে।
কাপ্তান বাজারের মায়ের দোয়া মুদি দোকানের মালিক মোহাম্মদ বেলয়েত হোসেন বলেছেন, রমজান মাস আসতে এখনও প্রায় ১৫ দিন বাকি। এরইমধ্যে সবকিছুর দাম বেড়েছে। চিনির দাম কেজিতে ৭ থেকে ১২ টাকা বেড়ে ১৪৫-১৫০ টাকা হয়েছে। ২৫ দিন আগেও প্রতি কেজি খোলা চিনি পাইকারি বাজার থেকে কিনতাম ১৩০ টাকায়। সেটা এখন কিনতে হচ্ছে ১৩৭ টাকায়। প্যাকেট চিনি ১৪৫ টাকা করে কিনতে হচ্ছে। ছোলা ১০৫ থেকে ১১০ টাকা এবং খেসারির ডাল ৮৫ টাকা থেকে ৯০ টাকায় বিক্রি করছি। পেঁয়াজ প্রতি কেজি ১১৫ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। খোলা সাদা আটা ৪৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকা হয়েছে।
তিনি বলেন, আমরা বাড়তি দামে কিনে সামান্য লাভে বিক্রি করছি। সরকারের উচিত, কঠোরভাবে বাজার মনিটরিং করা। বিশেষ করে, যারা বড় বড় পাইকারি ব্যবসায়ী, তাদের মানি রিসিট দেখা প্রয়োজন। তারা কত টাকায় কিনলো এবং কত টাকায় বিক্রি করছে, তা দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার।
রায়েরবাগ বাজারের ফল ব্যবসায়ী বোরহান বলেন, সাধারণ মানের খেজুর এখন ৩০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোটামুটি ভালো মানের খেজুর ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
উল্লেখ্য, রোজার আগে বাজারে পণ্যের দাম সহনীয় রাখতে গত ৮ ফেব্রুয়ারি চাল, চিনি, তেল ও খেজুরের শুল্ক-কর কমানোর ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে, এখনও বাজারে কোনো পণ্যের দাম কমার লক্ষণ মিলছে না।