প্রতিটি মানুষের স্বভাব আলাদা। কেউ কেউ সবার সঙ্গে মিশতে ভালোবাসে। কেউ আবার খুব সহজে অন্যদের সঙ্গে মিশতে পারেন না। কর্মক্ষেত্র এমন একটি জায়গা যেখানে অনেক সময় মিশুক ব্যক্তিরাও সমস্যায় পড়েন।
কর্মক্ষেত্রে সব সময় বন্ধুর মতো সহকর্মী মিলবে এমন কোনো কথা নেই। এমন হলে মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়। কর্মক্ষেত্রে একাকিত্ব ঘোচানোর বা কর্মক্ষেত্রে ইতিবাচক থাকার বেশ কিছু কৌশল মাথায় রাখতে পারেন। যেমন-
অফিসের বেশকিছু লোক এমন হয় যে তাদের আশেপাশে কী ঘটছে তা তারা জানে না। একবার সিটে বসলে তারা আর উঠতে চায় না। এই অভ্যাস একেবারেই ভালো নয়। কাজের ফাঁকে মাঝে মধ্যে উঠে চা, কফি খেতে হবে বা সহকর্মীর সঙ্গে কথা বলা উচিত। এতে মন মেজাজ ভালো থাকে।
কর্মক্ষেত্রে কাউকে অপমান করা উচিত নয়। জুনিয়র হোক বা সিনিয়র হোক সবাইকে সবসময় সম্মান করুন। এতে কখনই কোনও সমস্যার মুখে পড়তে হবে না।
কর্মক্ষেত্রে বড় কোনও সমস্যা হলে অবশ্যই নিজের বসের সঙ্গে কথা বলতে হবে। খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হলে কখনই মুখ বন্ধ করে রাখা উচিত নয়।