২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের জন্য অন্যতম একটি বিশেষ মর্যাদার দিন, গৌরবের দিন । এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করার জন্য ফ্যাশন হাউস অঞ্জনস প্রতিবছর পোশাকের বিশেষ আয়োজন করে থাকে ।
এবারের আয়োজনে থাকছে ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি, মেয়েদের জন্য শাড়ি, ফতুয়া, সালোয়ার কামিজ এবং শিশু কিশোরদের জন্য পাঞ্জাবি, শার্ট, ফ্রক ও সালোয়ার কামিজ । সাদা, কালো ও লাল তিনটি রঙকে প্রাধান্য দিয়ে সুতি ও ভয়েল কাপড়ে পোশাকগুলো করা হয়েছে। বাংলা বর্ণমালা, জামদানি মোটিফ এবং বিভিন্ন রকম জ্যামিতিক মোটিফ দিয়ে পোশাকগুলো ডিজাইন করা হয়েছে । প্যাটার্ন ভেরিয়েশনে ট্রেন্ডি এবং ডিজাইনে অনুসরণ করা হয়েছে দেশীয় ঐতিহ্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশের চেতনাকে পরিপূর্ণভাবে উদযাপন করার লক্ষেই আমাদের এই বিশেষ আয়োজন। অঞ্জন’স এর সকল আউটলেটে পাওয়া যাবে একুশের মোটিফে তৈরি করা পোশাকগুলো।