দেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের ছেলে দিগন্ত টেলি সামাদ। ছোটবেলা থেকেই গানের প্রতি টান ছিল। গানের প্রতি অগাধ ভালোবাসা থেকে ২০০৫ সালে যুক্ত হন একটি ব্যান্ডদলে। এরপর ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যান্ডদল ‘জার্গ’র হয়ে কণ্ঠ দেন চারটি গান।
তারই ধারাবাহিকতায় নতুন গান নিয়ে আসছেন দিগন্ত সামাদ। এটি আসছে নিজের গড়া ‘এন্ড ফেইজ’ ব্যান্ডদল থেকে। শিরোনাম ‘অনুভূতি’। ভিডিও আকারে দলটির প্রথম গান প্রকাশ হচ্ছে আগামী শুক্রবার।
ব্যান্ডের ভোকাল দিগন্ত সামাদ বলেন, ‘অনুভূতি আমাদের অ্যালবামের প্রথম গান। এটি লেখা হয়েছে মূলত একজন ব্যাক্তির মনের লুকায়িত ভাবের বহিঃপ্রকাশ নিয়ে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’
‘অনুভূতি’র কথা ও সুর করেছেন দিগন্ত সামাদ। রেকর্ড হয়েছে সিম্পল সন স্টুডিও এবং হান্ড্রেড মাইলস স্টুডিওতে। মিক্স-মাস্টার করেছেন তন্ময় রহমান। ভিডিও নির্মাণ করেছেন বখতিয়ার হোসেন আর এর প্রযোজনায় আছে টিন্ট প্রোডাকশন। শুক্রবার গানটির ভিডিও মুক্তি পাচ্ছে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘এন্ড ফেইজ.বাংলাদেশ’-এ।
বর্তমানে এন্ড ফেইজ ব্যান্ডের লাইনআপে আছেন- দিগন্ত সামাদ (ভোকাল), তন্ময় রহমান (গিটার), মোহাম্মদ হাসিব (গিটার), সাইদ সাজ্জাদ রহিম অর্ণব (বেজ) ও আফিফ হাসান (ড্রামস)।