ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ ভর্তি পদ্ধতিতে যেতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল বৃহস্পতিবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক জামিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইবি শিক্ষকরা।
২০২০ সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গুচ্ছ ভর্তি পদ্ধতি চালু হলে ধারাবাহিকভাবে অংশ নিয়ে আসছে ইবি। তবে শিক্ষার্থী ভর্তিতে সমন্বয়হীনতা ও দীর্ঘসূত্রতাসহ নানা জটিলতার কথা বলে এবার গুচ্ছে যেতে দ্বিমত করেছে ইবি শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ইউজিসির নির্দেশনাটি দেখেছি। বিষয়টি নিয়ে আমরা বসব। ইউজিসির সঙ্গে উপাচার্যসহ ছয়জন শিক্ষক প্রতিনিধি শনিবার আলোচনা করবেন। এর ভিত্তিতে পরে শিক্ষকরাসহ কার্যনির্বাহী সভা হবে। সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।