বাংলাদেশে বেশ কিছু সংগঠন বিদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছে এবং সাধারণ মানুষ তাতে একত্বতা প্রকাশ করেছে। তবে কিছু ষড়যন্ত্রকারী যারা চায় না, বাংলাদেশেও আন্তর্জাতিক মানের পণ্য তৈরি হোক, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি পণ্যের নামে বাংলাদেশি পণ্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সম্প্রতি এমনই এক তথ্য আমাদের নজরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি পণ্যের নামে সান চিপস সম্পর্কে ভিত্তিহীন তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। সান চিপস কর্তৃপক্ষ যার তীব্র প্রতিবাদ জানায়।
সান চিপস – এর কোনো আন্তর্জাতিক, রাজনৈতিক সংযোগ নেই এবং বিদেশি মালিকানাধীন নয়। সান চিপস বাংলাদেশে তৈরি রিয়েল পটেটো চিপস যা বাংলাদেশে উৎপাদিত আলু থেকে তৈরি। এটি কাসেম গ্রুপের একটি পণ্য।
কাসেম গ্রুপ একটি স্বনামধন্য বাংলাদেশী প্রতিষ্ঠান, যা ১৯৬০ সাল থেকে সুনামের সাথে গ্রাহকদের জন্য কাজ করে যাচ্ছে। কাসেম গ্রুপের অন্যান্য জনপ্রিয় পণ্যের মধ্যে সান পানি, সান ঘি, সান পাপড়, সান বার্স্ট পাউডার ড্রিংকস, সানলাইট ব্যাটারি, সানলাইট গ্যাস লাইটার, সানলাইট এরোসল, ওয়েভ এয়ারফ্রেশনার এবং ওয়েভ বডি স্প্রে অন্যতম।
দেশি পণ্যকে ভালোবেসে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এ প্রয়াসকে কাসেম গ্রুপ স্বাগত জানায়। তাই দয়া করে গুজব থেকে দূরে থাকুন, যাচাই না করে তথ্য শেয়ার করবেন না।