কক্সবাজারকে স্মার্ট পর্যটন নগরী গড়ে তুলতে কক্স কার্নিভাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
১০ জানুয়ারি, ২০২৪ সন্ধ্যায় প্রবাল সংলগ্ন মাঠে পর্যটন নগরী কক্সবাজারকে আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সর্ববৃহৎ ফুড কোর্ট কক্স কার্নিভালের যাত্রা শুরু হয়েছে। নগরীর মোটের প্রবাল সংলগ্ন মাঠে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় ইন্ডিগো ভিডি”র উদ্যোগে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মজাদার খাবারের স্টল নিয়ে কক্স কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরিচালক জনাব মহিউদ্দিন খান খোকনের সনচালনায় ইন্ডিগো বিডির প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলামের সভাপতিত্বে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্ডিগো বিডির পরিচালক ও হোটেল দি কক্স টুডে ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল কৈয়ূম চৌধুরী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জনাব আবু মোর্শেদ চৌধুরী প্রেসিডেন্ট চেম্বার অব কমার্স, জনাব আপেল মাহমুদ-অতিরিক্ত ডি আই জি-টুরিষ্ট পুলিশ, কক্সবাজার, জনাব মুজিবুর রহমান- সাবেক মেয়র, সেক্রেটারি কক্সবাজার জেলা আওয়ামীলীগ, জনাব জি.কে.লালা-চেয়ারম্যান, হোটেল দি কক্সটুডে, জনাব নজিবুল ইসলাম জেনারেল সেক্রেটারি – কক্সবাজার প্রেসক্লাব, মিসেস জাহানারা ইসলাম- সভাপতি, ওমেন চেম্বার অব কমার্স-কক্সবাজার, জনাব নুরুল কবীর পাশা-টুয়াক, জনাব জসীম উদ্দিন আহমেদ-হোটেল রামাদার ব্যবস্থাপনা পরিচালক, জনাব আর্কিটেক মোহাম্মদ হাসান প্রমুখ
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জনাব আব্দুল কৈয়ূম চৌধুরী বলেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও ইন্ডিগো বিডি‘র যৌথ উদ্যোগে বাস্তবায়ন করা কক্স কার্নিভাল দেশি বিদেশি পর্যটনদের খাবারের চাহিদা মেটাতে সক্ষম হবে। কক্স কার্নিভালের ফুডের ষ্টল সমূহে রয়েছে দেশীয় বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের উন্নত মানের রুচি সম্মত বিশুদ্ধ খাবার। প্রতিদিন সন্ধ্যা থেকে পর্যটকদের জন্য রয়েছে বিনোদনমূলক লাইভ মিউজিক্যাল শো ।
উন্নত বিশ্বের পর্যটন নগরী সমূহের আদলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সংলগ্ন কক্স কার্নিভালে আমরা ধাপে ধাপে পর্যটন নগরী কক্সবাজারে সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে আধুনিক পর্যটন নগরী তথা স্মার্ট পর্যটন নগরীতে রূপান্তরিত করতে পারব। এক্ষেত্রে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, জেলা প্রশাসক, টুরিস্ট পুলিশ, রাজনৈতিক ব্যক্তিত্ব,স্থানীয় প্রশাসনসহ কক্সবাজার বাসীর সহযোগিতা কামনা করছি।
সভাপতির ভাষণে ইন্ডিগো বিডির প্রেসিডেন্ট জনাব কাজী জসিমুল ইসলাম বলেন, দেশীয় পর্যটকদের সাথে সাথে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক ইচ্ছায় কক্সাবাজারকে পর্যটন বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা। এক্ষেত্রে সকল সরকারী সংস্থা ও প্রশাসনকে পর্যটক বান্ধব হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর সভার মেয়র জনাব মাহবুবুর রহমান, হোটেল কক্স টুডের পরিচালক মনসুর আলী চৌধুরী, আবদুর রব শাহীন, জামিরুল হক চৌধুরী, রাজনৈতিক ব্যক্তিত্ব সুরন্জিত বড়ুয়া লাবু, মাহবুবুর রহমান চৌধুরী, রিহ্যাব পরিচালক দিদারুল আলম চৌধুরী, মো: তানভীর, মো: মিজান, অরবিন্দু চৌধুরী, মোঃ সাইফুল আলম সাইফ প্রমূখ। অনুষ্ঠানের পর জমকালো ফায়ার শো, দেশীয় নৃতা ও মিউজিকাল প্রোগ্রামের আয়োজন করা হয়।
প্রতিদিন লাইফ শো প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
Trending
- হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে ডিপজল
- সৌদি বাদশাহ আবারো অসুস্থ
- কাতারের আমীরকে লাল গালিচা অভ্যর্থনা দেয়া হয় ঢাকা বিমানবন্দরে
- আলবার্টা পার্লামেন্টে বাংলা নববর্ষ উদযাপিত
- তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের পর প্রায় ১শ’ ভূকম্পন অনুভূত
- অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি নিরাপত্তা পরিষদের
- জাতিসংঘ সংস্থার প্রধানকে গাজায় প্রবেশে বাধা ইসরায়েলের
- বেইলি রোডে আগুন : উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট