বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের একজন সহকারী পরিচালক জানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সভা ডেকেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সভায় অনুমোদন হলে ২০ ডিসেম্বর রাতে এ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।
তিনি বলেন, নিয়োগ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রস্তুতের কাজ করছে বুয়েটের টিম। তারা উত্তরপত্র স্ক্যানিং ও যাচাই শেষে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আজ বৈঠকে বসছেন। সব ঠিক থাকলে রাতেই ফল প্রকাশ করা হতে পারে। আজ রাতে সম্ভব না হলে ২১ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাবনা বেশি।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছিলেন, ২৪ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। আর অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ২২ ও ২৩ তারিখ সাপ্তাহিক ছুটি থাকায় ২১ ডিসেম্বর মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে।