সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে দারুণ একটা বছর কাটিয়েছেন। পাশাপাশি জাতীয় দলেও তাকে দেখা গেছে চেনা ছন্দে। চলতি বছর ডিসেম্বরে গড়েছেন অনন্য এক রেকর্ড। যেখানে এখনকার কোনো ফুটবলার নেই। পেশাদার ফুটবলে ১২০০ ম্যাচ খেলারে মাইলফলক ছুঁয়েছেন, প্রবেশ করেছেন সবচেয়ে বেশি ম্যাচ খেলাদের তালিকায় পাঁচ নম্বরে।
কাতার বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় অনেকেই শেষ দেখে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ার। বিশ্বকাপের পর ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ছাড়াছাড়ির পর সেই রেশ বেড়ে যায় আরও। তবে রোনালদো বলেই হাল ছাড়েননি। সৌদি আরবের ফুটবলে যোগ দিতেই যেন যৌবন ফিরে পেলেন পর্তুগিজ এই তারকা।
আল নাসরের হয়ে এ বছরের শেষ ম্যাচেও কাল গোল পেয়েছেন রোনালদো। আল তাউনের বিপক্ষে আল নাসরের ৪-১ ব্যবধানের জয়ে যোগ করা সময়ে দলের শেষ গোলটি করেছেন পর্তুগালের উইঙ্গার। এতে এ বছর রোনালদোর মোট গোল হয়েছে ৫৪টি। এ বছর এত গোল করতে পারেননি আর কেউ। বিদায়ী বছরে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটা তারই।
ম্যাচ শেষে গতকাল রোনালদো ঘোষণা দিলেন, আগামী বছরও একই রকম কিছু করতে চান। আল নাসরের জয়ের পর তিনি বলেছেন, ‘আমি খুব আনন্দিত। ব্যক্তিগত আর দলীয়ভাবে আমার জন্য ভালো একটি বছর ছিল এটা। আমি অনেক গোল করেছি। আল নাসর ও জাতীয় দলের জন্য অনেক অবদান রেখেছি। আমার কাছে ভালো লাগছে এবং আগামী বছরও এটা করতে চাইব আমি।’