১৭ ডিসেম্বর, রবিবার নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে কমিশন সচিব জাহাংগীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক হিসেবে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে পিরোজপুর-২ আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। জেপির দলীয় নির্বাচনী প্রতীক সাইকেল নিয়ে তিনি ভোটের মাঠে লড়লেও এবার লড়বেন নৌকা প্রতীকে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) জন্য ২৬টি এবং ১৪ দলীয় জোটের শরিকদের জন্য ৬টি সংসদীয় আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এরই মধ্যে এ সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
ঢাকা-৮ আসনে টানা তিনবার মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হলেও এবার বরিশাল-২ আসনটি ছাড়া হয়েছে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের জন্য। দলীয় নির্বাচনী প্রতীক হাতুড়ি ছেড়ে বরিশাল-২ আসন থেকে তিনি লড়বেন নৌকা প্রতীকে। দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ (সদর) আসন থেকে নৌকা প্রতীকে লড়বেন।
এদিকে, বরাবরের মতো এবারও দলীয় নির্বাচনী প্রতীক মশাল ছাড়লেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি এবারও কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে লড়বেন। এছাড়া দলীয় প্রতীক ছেড়ে জাসদ নেতা এ কে এম রেজাউল করিম তানসেন বগুড়া-৪ ও মোশারফ হোসেন লক্ষ্মীপুর-৪ আসন থেকে নৌকা প্রতীকে লড়বেন।
Trending
- হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে ডিপজল
- সৌদি বাদশাহ আবারো অসুস্থ
- কাতারের আমীরকে লাল গালিচা অভ্যর্থনা দেয়া হয় ঢাকা বিমানবন্দরে
- আলবার্টা পার্লামেন্টে বাংলা নববর্ষ উদযাপিত
- তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের পর প্রায় ১শ’ ভূকম্পন অনুভূত
- অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি নিরাপত্তা পরিষদের
- জাতিসংঘ সংস্থার প্রধানকে গাজায় প্রবেশে বাধা ইসরায়েলের
- বেইলি রোডে আগুন : উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট