নানা শংকা ও উৎকন্ঠা মোকাবিলা করে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২৯৯ আসনের মধ্যে ২২২ আসনে দলীয় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান ইতিমধ্যে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। এবারের মন্ত্রিসভায় তরুণদের প্রাধান্য দিয়ে মন্ত্রিসভায় চমক নিয়ে আসছেন সংসদীয় দলের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতিমধ্যে দ্বাদশ সংসদের সংসদ নেতা হলেন শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা হলেন মতিয়া চৌধুরী, চিফ হুইপ পদে নূর-এ-আলম চৌধুরী।
তবে কারা হতে পারেন এ মেয়াদের নতুন মন্ত্রী? ডেইলি ঢাকার বিশেষ সূত্রে জানা যায়, মন্ত্রী হচ্ছেন মন্ত্রী হতে পারেন আমির হোসেন আমু, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ড. সেলিম মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, ওবায়দুল কাদের, ড. হাছান মাহমুদ, এম এ মান্নান, আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, ডা. দীপু মনি, সাইফুজ্জামান চৌধুরী, নসরুল হামিদ, মো. শাহরিয়ার আলম, ফরহাদ হোসেন, জুনাইদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী,মহিবুল হাসান চৌধুরী নওফেল, এ কে এম এনামুল হক শামীম ও মাশরাফি নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। তবে সময় বলে দিবে কে হচ্ছেন মন্ত্রী?