টেস্ট ক্রিকেটে দুর্দান্ত এক মাইলফলকে পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩৫০ উইকেট শিকারের কীর্তি গড়লেন বাঁ-হাতি অসি পেসার।
গ্যাবা স্টেডিয়ামে ক্যারিবীয় ব্যাটার আলিক অ্যাথানজিকে আউট করে নিজের ক্যারিয়ারের ৩৫০তম শিকার নিশ্চিত করলেন স্টার্ক। বাঁ-হাতি পেসারের বলে কট বিহাইন্ড হয়েছেন অ্যাথানজি। এই ম্যাচের প্রথম দিনের খেলায় ৬৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন স্টার্ক।
এ তালিকায় স্টার্কের আগে আছেন ডেনিস লিলি। তিনি শিকার করেছেন ৩৫৫ উইকেট। আর মাত্র ৪ উইকেট শিকার করতে পারলেই লিলিকে টপকে যাবেন স্টার্ক। একই সঙ্গে অস্ট্রলিয়ার দ্বিতীয় বোলার হিসেবে দ্রুততম এই মাইলফলক স্পর্শ করার রেকর্ড করে ফেলবেন তিনি।
ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেই সাড়ে তিনশ উইকেটের মাইলফলক টপকে গেলেন স্টার্ক।
এর আগে গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। এরপর চলতি সিরিজে ২৫০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন প্যাট কামিন্স ও জস হ্যাজলউড।