ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় মিনিস্টার গ্রুপের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানুয়ারি ২১ রাজধানীর সন্নিকটে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর বিভিন্ন প্যাভিলিয়নের পাশাপাশি মিনিস্টারের প্যাভিলিয়ন পরিদর্শন করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ও তার জ্যেষ্ঠ পুত্র আল আকসা তানজিম খানের সঙ্গে কথা বলেন ও মিনিস্টার প্যাভিলিয়ন ঘুরে দেখেন। তিনি অনেক সময় নিয়ে প্যাভিলিয়নের প্রতিটি পণ্য দেখেন এবং এসব পণ্যের বিশেষ প্রশংসা করেন। তিনি মিনিস্টার ইলেকট্রনিক্সের পণ্যসামগ্রী ও দেশীয় প্রযুক্তিশিল্পের বিকাশে মিনিস্টারের অগ্রগতি দেখে অভিভূত হন। বিশেষ করে মিনিস্টার ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, হোম অ্যাপ্লায়েন্সেস, হিউম্যান কেয়ার পণ্যসমূহ দেখে সন্তোষ প্রকাশ করেন। এসব পণ্য রপ্তানির ব্যাপারে তাগিদ দেন তিনি।
এসব পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের প্রতি ও দেশের ইলেকট্রনিক্স খাতের প্রশংসা করেন সরকারপ্রধান।
মিনিস্টার মাইওয়ান গ্রুপের বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য দেখে সন্তোষ প্রকাশ করেন ও শিল্প খাতে আগামীতে বিনিয়োগ বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এসময় মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য আলহাজ এম এ রাজ্জাক খান রাজ সিআইপি গণমাধ্যমকে বলেন, দেশীয় ইলেকট্রনিক্স পণ্যের বাজার দিন দিন অগ্রসর হচ্ছে। মিনিস্টার ইলেকট্রনিক্স সবসময় চেষ্টা করে মানুষের সাধ্যের মধ্যে সর্বোচ্চ গুণসম্পন্ন পণ্য সরবারহ করতে। বাণিজ্যমেলা উপলক্ষে মিনিস্টার ইলেকট্রনিক্স এর পণ্যের ওপর রয়েছে বিশেষ মূল্যছাড়। আশা করি মেলায় ক্রেতা ও দর্শনার্থীরা এসে হতাশ হবেন না।