চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় গৃহবধূ হত্যাকাণ্ডের মামলায় মো. সোহেল (৪০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ৩০ জানুয়ারি চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক সিরাজাম মুনিরা এক রায়ে এ আদেশ দেন।
একই রায়ে হত্যার ঘটনায় তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং দস্যুতার ধারায় তাকে ১০ বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩০ এপ্রিল নগরীর কোতোয়ালী থানার কোরবানীগঞ্জ তৈলপট্টি রোডে আবুল কাশেম নামে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে দস্যুতা ও ডাকাতির চেষ্টা করে আসামি সোহেল। ওই সময় তার দস্যুতায় বাধা দেওয়ায় ব্যবসায়ীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে। পাশাপাশি ব্যবসায়ীর ছেলেকেও ছুরিকাঘাতে জখম করে। পরে বাসা থেকে ল্যাপটপ, মোবাইল, স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায়।
মৃত্যুদণ্ড পাওয়া সোহেল চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দীনের ছেলে। ঘটনার সময়ে তিনি নগরীর বাকলিয়া থানার ময়দার মিল এলাকায় থাকতেন।
রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে মহানগর পিপি আবদুর রশীদ বলেন, ২০১৯ সালে কোরবানিগঞ্জ এলাকায় দস্যুতায় বাধা দেওয়া এক ব্যবসায়ীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনার মামলায় মঙ্গলবার একমাত্র আসামি সোহেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।