দেশের উভয় পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস ৩০ জানুয়ারি সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। পাশাপাশি আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেন বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫২.৯৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ১২.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৭.৭৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২৫৫টি, কমেছে ৯২টির এবং অপরিবর্তীত আছে ৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
ডিএসইতে এদিন মোট ৯৩৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।