নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদের উপরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা এস এম ইমরুল রুদ্রকে বহিস্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
এর আগে সন্ধ্যায় মহাখালীর সরকারি তিতুমীর কলেজের সামনে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপরে অতর্কিত হামলা চালায়। বাংলাদেশ ছাত্রলীগ উপ-দপ্তর সম্পাদক মুজিবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত হওয়ার অভিযোগে এস.এম ইমরুল রুদ্র (সহ- সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, তিতুমীর কলেজ শাখা)-কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।’
আহত সাব্বির আহমেদ এবং ঘটনাস্থলে থাকা তার বন্ধুদের অভিযোগ, তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মদদে কতিপয় উচ্ছৃঙ্খল সদস্যের হামলার শিকার হয়েছেন তিনি। আহত সাব্বিরকে মহাখালীর লাইফ লাইন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সাব্বিরের ওপর হামলার ঘটনার খবর জেনে হাসপাতালে ছুটে যান সাংবাদিক সহকর্মীরা, তার বন্ধুবান্ধব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছে তার পরিবার। এছাড়াও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে বাংলাদেশ ছাত্রলীগ। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। হামলার ঘটনায় শনিবার দুপুর ১২টায় সরকারি তিতুমীর কলেজ প্রধান ফটকে মানববন্ধনের আযোজন করা হয়েছে।
Trending
- হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে ডিপজল
- সৌদি বাদশাহ আবারো অসুস্থ
- কাতারের আমীরকে লাল গালিচা অভ্যর্থনা দেয়া হয় ঢাকা বিমানবন্দরে
- আলবার্টা পার্লামেন্টে বাংলা নববর্ষ উদযাপিত
- তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের পর প্রায় ১শ’ ভূকম্পন অনুভূত
- অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি নিরাপত্তা পরিষদের
- জাতিসংঘ সংস্থার প্রধানকে গাজায় প্রবেশে বাধা ইসরায়েলের
- বেইলি রোডে আগুন : উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট