ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সাংবাদিক সমিতির কার্যক্রম বন্ধের নির্দেশ এবং সাংবাদিকতা পেশায় যুক্ত দশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন জার্নালিস্ট ফোরাম (ডিএমজেএফ)।
শুক্রবার (১৫ মার্চ) ডিএমজেএফ’র আহ্বায়ক ফারজানা শোভা ও সদস্য সচিব শফিকুল ইসলাম (রাসেল) এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে ডিএমজেএফ’র নেতৃবৃন্দ বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা কোনো অপরাধ নয়। যারা ক্যাম্পাস সাংবাদিকতার মধ্যদিয়ে মুক্তচিন্তা চর্চায় যুক্ত হয় শিক্ষার্থীরা। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদের মৌলিক অধিকার রক্ষার অতন্দ্র প্রহরী। ডিআইইউ এর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত গণতন্ত্রের জন্যও অশুভ ইঙ্গিত। দ্রুতই তাদের এই ধরণের অগণতান্ত্রিক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাই।
পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার আদেশ দ্রুত প্রত্যাহার করার আহ্বান জানান ঢাকা মেট্রোপলিটন জার্নালিস্ট ফোরামের নেতৃদ্বয়।