প্রকৃতিতে এখন বসন্তকাল চলছে। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে অনেকেই ঠান্ডা-কাশিসহ অ্যালার্জি, শ্বাসযন্ত্রজনিত নানা অসুস্থতায় ভুগছেন। বসন্তকালে বিভিন্ন ধরনের ভাইরাল সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। সেক্ষেত্রে দৈনন্দিন খাদ্যতালিকায় কিছু পুষ্টিসমৃদ্ধ খাবার যোগ করতে পারেন। এসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে। যেমন-
পাতাযুক্ত সবুজ শাক: পালং শাক, পাতাকপি, ব্রকলির মতো শাকসবজিতে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে যা সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। স্যান্ডউইচ, সালাদ বা স্মুদিতে বিভিন্ন ধরনের শাক-সবুজ যোগ করুন যাতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
সাইট্রাস ফল: কমলালেবু, জাম্বুরা এবং লেবুর মতো সাইট্রাস ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এসব ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিনের খাদ্যতালিকায় এসব ফল রাখতে পারেন।
দই: দই এমন একটি প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রোবায়োটিক হল উপকারী ব্যাকটেরিয়া যা অন্ত্রে অণুজীবের সুস্থ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। দইয়ের সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে মিষ্টি ছাড়া দই বেছে নিন।
রসুন: কয়েক শতাব্দী ধরে রসুন এর ঔষধি গুণাবলীর জন্য ব্যবহৃত হয়ে আসছে । রসুনের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষমতা রয়েছে। এতে অ্যালিসিনের মতো যৌগ রয়েছে, যার অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রভাব রয়েছে।