বয়স বাড়লে চোখের চারপাশে বলিরেখা পড়বে এটাই স্বাভাবিক। দুশ্চিন্তা, পর্যাপ্ত বিশ্রামের অভাব, অনিদ্রার কারণেও হতে পারে বলিরেখা।বিশেষ করে চোখ, ঠোঁট এবং কপালের ভাজে বলিরেখা আরও স্পষ্ট হয়ে ওঠে। এতে চেহারায় বার্ধক্য ফুটে ওঠে।
চাইলে ঘরোয়া উপায়েও বলিরেখা দূর করতে পারেন। তার জন্য ব্যবহার করতে পারেন গ্রিন টি। এটি শুধু বলিরেখা কমাতে নয়, বাড়তি মেদ দূর করতেও কার্যকর।
দিনে অন্তত দুই থেকে তিনবার এক কাপ গ্রিন টি খান। এতে শরীর ডিহাইড্রেট হবে এবং ত্বকের ট্ক্সিসিটিও কমবে। প্রয়োজনে গ্রিন টি ব্যাগটি চোখের চারিদিকে কিছুক্ষণের জন্য লাগাতে পারেন। এতেও উপকার পাবেন।
বলিরেখা দূর করতে শশার প্যাকের জুরি মেলা ভার। কারণ শসাতে থাকা সিলিকা উপাদান, ত্বকের চামড়া ঝুলে যাওয়া রোধ করে। এর জন্য ৩ বড় চামচ শসার পেস্ট,বড় এক চামচ ডিমের সাদা অংশ, বড় ২ চামচ লেবুর রস, ২ চামচ পুদিনা পাতার রস এবং পর্যাপ্ত পরিমাণে আপেলের পেস্ট দিয়ে একটি প্যাক তৈরি করুন। সারা মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।