‘ডানকি’র মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবারের মতো রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে কাজ করলেন শাহরুখ খান। বিশ্বব্যাপী ৪৫৪ কোটি রুপি আয় করেছে ছবিটি। দীর্ঘ অপেক্ষার পর আবারও শাহরুখ ভক্তদের জন্য সুখবর। সিনেমাহল কাঁপিয়ে এবার ওটিটিতে মুক্তি পেলো ‘ডানকি’। এবার ঘরে বসে সিনেমাটি দেখতে পাবেন দর্শক।
প্রথমে জিও সিনেমাতে ডিজিটাল রিলিজ করার কথা ছিল ডানকি’র। তবে নতুন ঘোষণা অনুসারে ফিল্মটি এখন অন্য ওটিটি প্ল্যাটফর্মে প্রবাহিত হচ্ছে। স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেলো ডানকি।
বুধবার নেটফ্লিক্স তাদের ইনস্টাগ্রামে শাহরুখ খান অভিনীত সিনেমাটির একটি পোস্টার শেয়ার করেছে যেখানে ডানকির ওটিটি প্রকাশের ঘোষণা দেওয়া হয়।
ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনাদের ব্যাগ প্যাক করুন! সারা বিশ্বে ভ্রমণের পর শাহরুখ খান বাড়িতে ফিরছেন। ডানকি, এখন নেটফ্লিক্সে স্ট্রিম করছে!’
রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি ২০২৩ সালের ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শাহরুখের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল ও বোমান ইরানি সহ আরও অনেকে।