বিপিএলের শুরুর ৪ ম্যাচেই জয় তুলে নিয়েছিল খুলনা টাইগার্স। পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন দলটি। ওই খুলনা পরের ২ ম্যাচে হেরে পয়েন্ট টেবিলে চারে নেমে গেছে। অন্য দিকে খুলনাকে বুধবার ৩৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে তিনে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্বে বুধবারের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে কুমিল্লা। ওপেনিং জুটিতে তারা ৯.৩ ওভারে ৬৯ রান যোগ করে। ওপেনার রিজওয়ান ২৮ বল খেলে ২১ রান করে ফিরে যান। তবে লিটন দাস খেলেন ৩০ বলে চারটি ছক্কা ও দুই চারের শটে ৪৫ রানের ইনিংস।
তিনে নামা উইল জ্যাক ২৭ বলে ২২ রান করেন। পরের ব্যাটাররা সেভাবে রান পাননি। তাওহীদ হৃদয় ১৭ বলে ১৬ রান করেন। জাকের আলী ৮ বলে খেলেন ১৮ রানের ইনিংস। এছাড়া মাহিদুল অঙ্কন ৫ বলে ১০ রানের ইনিংস খেলেন।
জবাব দিতে নেমে এনামুল হক ঝড়ো ব্যাটিং শুরু করেন। ১২ বলে তিন চার ও এক ছক্কায় ১৯ রান করে তিনি ফিরে যান। পরের ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ১৮.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয় খুলনা। দলটির হয়ে এভিন লুইস ১০ রান করেন। আফিফ (৫), আকবর (৫) ও পারভেজ ইমন (০) ব্যর্থ হন। নাহিদুল ইসলাম ২১ ও ওয়াসিম জুনিয়র ১২ বলে ২৩ রান করে দলের হারের ব্যবধান কমান। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের পেসার আমের জামাল খুলনাকে ধসিয়ে দিয়েছেন।