কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে ১৬৬ রানের টার্গেট দিয়েছে রংপুর। আগে ব্যাট করে শুরুতে ধীরে খেললেও শেষদিকে ওমরজাই-সোহানের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ ১৬৫ রান।
৪ ম্যাচে সমান ২ জয় ও হার নিয়ে পয়েন্ট তালিকার ৪ নম্বরে নুরুল হাসান সোহানের দল। আর এক ম্যাচ কম খেলা কুমিল্লা ২ জয় পেলেও রানরেটে এগিয়ে থাকায় আছে ৩ নম্বরে।
রংপুর এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। আর কুমিল্লা এই ম্যাচে খেলছে তিন পরিবর্তন নিয়ে। কুমিল্লার একাদশে নেই ইমরুল কায়েস। রংপুরের একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার রনি তালুকদার।
রংপুর রাইডার্স একাদশ: বাবর আজম, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), ফজলে মাহমুদ রাব্বি, শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ, হাসান মুরাদ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ রিজওয়ান, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, খুশদিল শাহ, জাকের আলি অনিক, আমির জামাল, রেমন রেফার, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও আলিস ইসলাম।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। দলীয় ১৮ রানেই ওপেনার ব্র্যান্ডন কিংকে হারায় রংপুর। এরপর ফজলে মাহমুদকে নিয়ে রানের চাকা সচল রাখে বাবর। ৩৬ বলে ৩৭ রান করে খুশদিলের ওভারে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান বাবর। একপ্রান্ত আগলে রেখে দারুণ খেলছিলেন ফজলে মাহমুদ রাব্বি। তিনি মুস্তাফিজুরের বলে আউট হন ২১ বলে ৩০ রান করে। আক্রমণাত্বক হতে চেয়েও পারেননি শামীম হোসেন পাটোয়ারী, ১৮ বলে ১৪ করে আউট হন তিনি।