সন্তান ভীষণ অসুস্থ। এমন অবস্থায় কার দুনিয়া ঠিক থাকে? বাবা জিয়াউর রহমান তাই বিপিএলের মতো টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিতে দুইবার ভাবেননি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিকে জানিয়েছিল, অলরাউন্ডার জিয়াউর রহমানকে বিপিএলের দশম আসরে আর দেখা যাবে না।
তবে স্বস্তির খবর, জিয়া অবশেষে ফিরেছেন বিপিএলে। প্রচণ্ড অসুস্থ কন্যা সন্তানকে নিয়ে গত কয়েকদিন ঢাকা-ব্যাংকক দৌড়াদৌড়ি করেছেন। এখন ৮ বছরের মেয়ে কিছুটা সুস্থ। তাই উৎকণ্ঠাকে পাশ কাটিয়ে নিজের ভুবনে ফিরেছেন জিয়া।
এবারের বিপিএলে এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি জিয়া। এরই মধ্যে চার ম্যাচ খেলে ফেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, জিতেছে তিনটিতেই। জিয়া দলের সঙ্গে থাকতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি তার সঙ্গে ছিল। সমর্থন দিয়ে গেছে কঠিন সময়ে।
এই প্রসঙ্গে জিয়া বলেন, ‘মানুষের বিপদে যদি মানুষ না থাকে, তাহলে কিন্তু মানুষ বলা যাবে না। এটা কিন্তু স্বাভাবিক নিয়ম, আপনি বিপদে পড়েছেন আমি পাশে থাকবো। আসলে অনেক সময় হয় না, দেখি আমরা। কিন্তু আমার দল আমাকে মানসিকভাবে খুব সমর্থন দিয়েছে। ’
‘সবসময় আমার পাশে ছিল, আমার সঙ্গে যোগাযোগ করেছে, খোঁজ নিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে, সন্তানের বাবা হিসেবে আমি খুশি ।