বিপিএলের দশম আসরের নতুন দল দুর্দান্ত ঢাকা নিয়ে এসেছে আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে। মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যালেক্স রসকে তারা দলে ভিড়িয়েছে। শনিবার ঢাকায় এসে আজই মিরপুরে অনুশীলন করলেন অসি এই ক্রিকেটার। এসময় তিনি গণমাধ্যমকে বিপিএল নিয়ে নিজের ভালোলাগার কথা জানান।
বিপিএল খেলতে খুব রোমাঞ্চিত রস জানালেন, ‘খুবই রোমাঞ্চিত। খুব দ্রুতই হয়ে গেল (চুক্তি)। কিন্তু আমি সত্যিই রোমাঞ্চিত অংশ হতে পেরে। টিভিতে আমি কিছু খেলা দেখেছি, রাতে ফ্লাইটে আসার সময়ও দেখেছি। সবাই খুব ভালো খেলছে। দলে যোগ দিতে রোমাঞ্চিত। ছেলেরা দারুণ খেলেছে। তাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে নেটে অনেকক্ষণ অনুশীলন করেছি। আমি এলপিএলে খেলেছি।’
অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার আরও বলেন, ‘এখানের উইকেটের সাথে মিল রয়েছে অনেকটাই। তবে ক্রিজে গেলে আরও ভালো বুঝতে পারব। আশা করছি বল হাতেও কিছু করে দেখাতে পারব। আমার প্রথম টি-টোয়েন্টি উইকেট পেলে খারাপ হবে না। দলের যখন প্রয়োজন হবে তখন ব্যাট হাতেও অবদান রাখতে পারব। বল স্পিন হওয়ায় সুইপ শট খুবই গুরুত্বপূর্ণ।’
রসের আরেক সতীর্থ বেন কাটিংও এসেছেন বিপিএল খেলতে। কোনো পরামর্শ দিয়েছেন কী না সে এমন প্রশ্নে রোস বলেন, ‘না বেন কাটিং আমাকে কোনো টিপস দেয়নি এখনো। ক্রিকেট নিয়ে খুব একটা আলোচনা হয়নি বেনের সঙ্গে। সে খুব সম্ভবত ক্রিকেট নিয়ে ভুল পরামর্শ দিতে পারে আমাকে (হাসি)।’