হেঁটে যাচ্ছেন কলকাতার বাংলা ব্যান্ড ফসিলসের জনপ্রিয় ভোকালিস্ট রূপম ইসলাম। ভক্তরাও তার পেছন পেছন ছুটছেন। হাঁক ছেড়ে ডাকছেন, রূপমদা একবার তাকাও। একবার ফিরে তাকিয়ে ফের হাঁটতে থাকেন।
গেট পেরিয়ে ভেতরে ঢুকে যান রূপম। এক ভক্ত গেটের ভেতর টুকতে চাইলে বাধা দেওয়া হয়। তারপরও পেছন থেকে রূপমদা বলে ডাকতে থাকেনে অনেকে। এরপর পেছন ফিরে ক্ষিপ্ত হয়ে ধমকাতে থাকেন রূপম। এক পর্যায়ে ভক্তদের উদ্দেশ্য করে ‘শুয়োরের বাচ্চা’ বলে গালি দেন রূপম। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। যা নিয়ে জোর বিতর্কের মুখে পড়েছেন রূপম।
গত বছরের মাঝামাঝি সময়ে নিজের গাওয়া ‘একলা ঘর’ গান নিয়ে বিতর্কের মুখে পড়েন রূপম ইসলাম। ওই সময়ে নেটিজেনদেরকে ‘ছাগলের দল’ বলে সম্বোধন করেছিলেন। ২০১৫ সালে বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ-ভারতের মধ্যকার ‘বির্তকিত’ কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে বাংলাদেশিদের প্রতিক্রিয়ায় ক্ষুদ্ধ হয়ে ‘নতুন পাকিস্তান’র অভ্যূদয় ঘটেছে বলে মন্তব্য করেছিলেন রূপম।
সৌরভ অধিকারী লিখেছেন, ‘ইচ্ছা ছিল কনসার্টে যাওয়ার। কিন্তু ভিডিও দেখে ইচ্ছাটা মরে গেলো।’ কৃতিকা শীল লিখেছেন, ‘এরকম মুখের ভাষা আর এতটা মাথা গরম নিয়ে কনসার্ট করতে আসার দরকার ছিল না। মানুষের ভালোবাসার কারণে উনি আজকের অবস্থানে পৌঁছেছেন।’ তন্ময় লিখেছেন, ‘আমিও রূপমের ভক্ত। কনসার্টে থাকলে আমিও তার পেছন পেছন যেতাম। তাই বলে এভাবে গালি দিতে হবে?’
এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। তবে নেটিজেনদের অনেকে রূপমের পক্ষ নিয়ে মন্তব্য করেছেন। তাদের ভাষ্য— এমন একটি কনসার্ট শেষ করার পর বিরক্ত হওয়াই স্বাভাবিক। রূপম ইসলামও মানুষ। নিষেধ করার পরও কেউ তা শুনেনি।’
রূপম ইসলামের এ ঘটনার ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। নানা ধরণের সমালোচনা হলেও বিষয়টি নিয়ে কোনো বক্তব্য দেননি এই গায়ক।