গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২৯৯ আসনের মধ্যে ২২২ আসনে দলীয় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান ইতিমধ্যে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। এবারের মন্ত্রিসভায় তরুণদের প্রাধান্য দিয়ে মন্ত্রিসভায় চমক নিয়ে আসছেন সংসদীয় দলের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে কারা হতে পারেন এ মেয়াদের নতুন মন্ত্রী? ডেইলি ঢাকা বিশেষ সূত্রে জানা যায়, মন্ত্রীসভায় যারা যুক্ত হচ্ছেন তারা পেয়েছেন ডাক। সূত্র বলছে পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন জিয়াউদ্দীন, প্রতিমন্ত্রী হচ্ছেন এ আরাফাত, বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী হতে পারেন ড. সেলিম মাহমুদ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী হতে পারেন আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আ ফ ম বাহাউদ্দীন নাছিম, স্থানীয় সরকার মন্ত্রী হতে পারেন জাহাঙ্গীর কবির নানক এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আসাদুজ্জামান খান কামাল। এছাড়া দিপু মনি, আনিসুল হক, তাজুল ইসলাম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আ ক ম মোজাম্মেল হক, হাছান মাহমুদ ফোন পেয়েছেন। মন্ত্রী সভার সদস্য হচ্ছেন ৪৭ জন, এমন তথ্য এসেছে ডেইলি ঢাকার কাছে।