মঙ্গলবার ভারতের বিপক্ষে সেঞ্চুরিয়ান টেস্টে ৫ উইকেট শিকার করেন রাবাদা। তাতেই ডানহাতি এই পেসার ঢুকে পড়েছেন ৫০০ আন্তর্জাতিক উইকেটের এলিট ক্লাবে।
বয়সটা মোটে ২৮। সামনে এখনও ক্যারিয়ারের অনেকটা সময় পড়ে আছে। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি বোলারদের তালিকায় নাম উঠিয়ে ফেললেন কাগিসো রাবাদা।
দক্ষিণ আফ্রিকার সপ্তম বোলার হিসেবে এই ক্লাবে ঢুকেছেন রাবাদা। তার আগে কেবল শন পোলক (৮২৩), ডেল স্টেইন (৬৯৭), মাখায়া এনটিনি (৬৬১), অ্যালান ডোনাল্ড (৬০২), জ্যাক ক্যালিস (৫৭২) এবং মরনে মরকেল (৫৩৫) দেশের হয়ে এই কীর্তি দেখিয়েছেন।
৫০০ আন্তর্জাতিক উইকেটের মধ্যে টেস্টে রাবাদার ২৮০টি। এছাড়া ওয়ানডেতে ১৫৭ আর টি-টোয়েন্টিতে ৬৮ উইকেট শিকার করেছেন প্রোটিয়া এই গতিতারকা।
মজার পরিসংখ্যান হলো, এই সাতজন ৫০০ উইকেট নিয়েছেন, কিন্তু আর কোনো বোলার দক্ষিণ আফ্রিকার হয়ে ৩০০ আন্তর্জাতিক উইকেটও পাননি।