অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতেছে ভারত। রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ভারতের মেয়েরা। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টেস্ট খেললেও জিততে পারেনি ভারত।
অস্ট্রেলিয়া এর আগে ভারতের বিপক্ষে চারটি টেস্ট জিতেছে। ছয় ম্যাচ ড্র হয়েছে। এই জয়সহ ভারত ঘরের মাঠে শেষ তিন ম্যাচে জয় পেয়েছে। এছাড়া সেঞ্চুরি ছাড়া টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে ভারত। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৪২৮ রানে কোন সেঞ্চুরি ছিল না ভারতের।
অস্ট্রেলিয়া নারী দল প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট হয়। জবাবে ভারতের নারী দল ৪০৬ রান তোলে। দলটির কোন ব্যাটার সেঞ্চুরি না পেলেও ফিফটি করেন চার ব্যাটার। আরও দুই ব্যাটার ফিফটি ছোঁয়া রান তোলেন।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৬১ রান তোলে। ভারতের ১৮৭ রানের লিড শোধ করে তারা ৭৪ রানের লক্ষ্য দেয় ভারতকে। ওই রান স্মৃতি মান্দানার ৩৮ রানের সুবাদে সহজে তুলে ফেলে ভারত।