মতিঝিল, রমনা, পল্টনের মতো গুরুত্বপূর্ণ এলাকা ঢাকা-৮ আসনের অধীনে। এখানকার বাসিন্দারা যেমন বিভিন্ন সুবিধা ভোগ করছেন, তেমনি রয়েছে গ্যাস-পানির দীর্ঘদিনের সমস্যা। সড়কেও আছে দুর্ভোগ। নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়েই আসনটিতে মনোনয়ন পেতে প্রস্তুতি শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
ঢাকা-৮ সংসদীয় আসনে আছে ব্যাংকপাড়া, সচিবালয়, হাইকোর্ট, বায়তুল মোকাররম, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা। এ জন্য সংসদীয় আসনগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই আসনটি।
রাজধানীর প্রাণকেন্দ্র এই এলাকার নাগরিকেরা জানিয়েছেন, গ্যাস, পানিসহ নানা বিষয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে তারা।
বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে, নৌকা প্রতীকে এই আসনে জয়ী হন রাশেদ খান মেনন।
তবে এ বছর ঢাকা ৮ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম। রোববার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৯৮ সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
আজ সকালে দলের সব মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গণভবনে কথা বলেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
এর আগে কয়েক দফায় দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থী ঠিক করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব সভায় সভাপতিত্ব করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কেনেন ৩ হাজার ৩৬২ জন। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে ৪ হাজার ২৩ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। সে হিসাবে এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম আগেরবারের চেয়ে ৬৬১টি কম বিক্রি হয়েছে।
জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।