শাহিন আফ্রিদির বোলাররা ভালো করেছেন, তবে একেবারে শেষ মুহূর্তে এসে। তার আগেই যা ঝড় তোলার তুলে দিয়েছেন ফিন অ্যালেন। তার ৪১ বলে ৭৪ রানের টর্নেডো ইনিংসের ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে নিউজিল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে ফিন অ্যালেন এবং ডেভন কনওয়ে মিলে ৫৯ রানের জুটি গড়ে তোলেন। ১৫ বলে ২০ রান করে আউট হয়ে যান কনওয়ে। ১৫ বলে ২৬ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন কেন উইলিয়ামসন। ১০ বলে ১৭ রান করেন ড্যারিল মিচেল। ৯ বলে ১৩ রান করে আউট হন গ্লেন ফিলিপস। মিচেল সান্তনার ১৩ বলে ২৫ রান করে রানআউট হয়ে যান।
হ্যামিল্টনের সেডন পার্কে পেস দিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড ব্যাটারদের আটকে রাখা যাবে, এ চিন্তায় টস জিতেও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন নিউজিল্যান্ডকে।
শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট পড়লেও ১৯৪ রানের চ্যালেঞ্জ দাঁড় করাতে সক্ষম হয় কিউইরা। ৪১ বলে ৭টি বাউন্ডারি এবং ৫ ছক্কায় ৭৪ রানে অপরাজিত থাকেন ফিন অ্যালেন। পাকিস্তানের হয়ে হারিস রউফ নেন ৩ উইকেট এবং ২ উইকেট নেন আব্বাস আফ্রিদি।