বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সম্পর্ক দুই মেরুতে গিয়ে ঠেকেছিল। ক্রীড়া মন্ত্রী হওয়ার পর সম্পর্কের বরফ গলাতে সালাউদ্দিনের বাসায় হাজির জন পাপন। বুধবারের ওই সভায় ক্রীড়া মন্ত্রীকে ফুটবলের কিছু সমস্যার কথা বলেছেন বাফুফে সভাপতি।
কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করার পর অতীতের তিক্ততার বিষয়ে সাংবাদিকদের পাপন বলেন, ‘এত বছরের সম্পর্ক একদিনের কথায় তো আর শেষ হয়ে যায় না। ছোটবেলায় মাঠে যেতামই ওনার খেলা দেখতে। এটা তো অস্বীকার করার পথ নেই। বাংলাদেশের ফুটবলে তাঁর মতো কিংবদন্তি আর নেই।’
ব্যস্তকার কারণে এতোদিন অসুস্থ কাজী সালাউদ্দিনকে দেখতে যেতে পারেননি বলেও মন্তব্য করেছেন পাপন, আগেই তাঁকে দেখতে যেতে চেয়েছিলাম। এর মধ্যে দেশের বাইরে গেলাম। পরশু দেশে আসার পর আজ দেখতে আসছি। তাঁকে দেখে বেশ সুস্থ লাগছে। নিজেই হাঁটাচলা করছেন। এত বড় সার্জারির পর রিহ্যাব করতে হবে। আমার মনে হয়, কিছু দিন পর আবার তাঁকে সব জায়গায় দেখা যাবে।’
নারী ফুটবলের জন্য স্পন্সর দেখবেন বলেও উল্লেখ করেন পাপন, ‘মেয়েরা ফুটবলে ভালো। আমি বললে কেউ না কেউ স্পন্সর করবে। আসলে বেসিক না দিতে পারলে কথা বলে লাভ কী? খেলার টার্ফ কিংবা মাঠের কথা তারা বলেছেন। আমি বলেছি, আপনাদেরটা (প্রস্তাব বা পরিকল্পনা) পাঠান।’
তাদের মধ্যে ফুটবল নিয়েও কথা হয়েছে বলে জানান পাপন, ফুটবল ফেডারেশনের সঙ্গে আগেই বসা হয়েছে। আজ তিনি (সালাউদ্দিন) কিছু সমস্যার কথা বলেছেন। মেজর সমস্যা হলো- খেলার মাঠ নেই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বন্ধ অনেক দিন। বৃহস্পতিবার তিনি বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখবেন। সূচি অনুযায়ী মাঠের কাজ শেষ করার বিষয়টি দেখভাল করবেন।