বাফুফে সভাপতি ও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তী কাজী সালাউদ্দিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। হৃদযন্ত্রে ব্লক নিরসনে চিকিৎসক এবং সালাউদ্দিনের পরিবার ওপেন হার্টের (বাইপাস সার্জারিও) সিদ্ধান্তে উপনীত হয়। হৃদযন্ত্র ছাড়াও শারীরিক অন্যান্য জটিলতায় তার অপারেশন বিলম্বিত হচ্ছে।
১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন বাফুফে ভবনে এসে স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলক উন্মোচন করেন বাফুফে সভাপতি। ঐ দিনই ফুটবলাঙ্গনে তার সর্বশেষ বিচরণ। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। হৃদযন্ত্রের কয়েকটি ব্লক ধরা পড়ে এনজিওগ্রামে। সেই ব্লক নিরসনে রিং প্রতিস্থাপনে যথেষ্ট নয় সার্জারিই প্রয়োজন। কাজী সালাউদ্দিনের বয়স ৭০ বছর। এই বয়সে হৃদযন্ত্রের অপারেশন বেশ ঝুঁকিপূর্ণ।
বাফুফে সভাপতির জন্য ফুটবল ফেডারেশন শুক্রবার লিগ শুরুর দিন বিভিন্ন ভেন্যুতে দোয়া করে। পরের দিন বাফুফে ভবনে আনুষ্ঠানিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করে। সেই দোয়া মাহফিলে নির্বাহী কমিটির মাত্র চার জন সদস্য উপস্থিত ছিলেন। পাঁচ সহ-সভাপতির (জ্যেষ্ট সহ) চার জনই নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
কাজী সালাউদ্দিনের অপারেশন আরো দিন তিনেক আগেই করার কথা ছিল। ক্রমাগত কাশির জন্য চিকিৎসকগণ অপারেশন বিলম্বে করার সিদ্ধান্ত নেন। দুই দফা পিছিয়ে এখন পরশু দিন অপারেশনের নতুন তারিখ হয়েছে। তবে একটা সুখবর, কাশি আগের তুলনায় খানিকটা কমেছে। সব কিছু স্বাভাবিক থাকলে আগামী পরশু দিন নির্ধারিত সময়ে অপারেশন হবে।