এমনিতেই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল লিভারপুল। তবে, চেলসির মতো ক্লাবের বিপক্ষে কঠিন এক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগে শঙ্কা ছিল, এই ম্যাচে না আবার পয়েন্ট হারায়! কিন্তু ঘরের মাঠে চেলসিকে রীতিমতো ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে অলরেডরা।
চেলসির বিপক্ষে এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও নিরঙ্কুশ করলো লিভারপুল। ২২ ম্যাচে ৫১ পয়েন্ট লিভারপুলের। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে থাকলো ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা। যদিও সিটি এক ম্যাচ কম খেলেছে।২০ বছর বয়সী কনর ব্র্যাডলি তার নিজের প্রথম গোলটি করলেন এই ম্যাচে। শুধু তাই নয়, দুটি অ্যাসিস্টও ছিল তার। লিভারপুলের হয়ে বাকি দুই গোল করেন দিয়েগো জোতা, ডোমিনিক সবজলাই এবং লুইস দিয়াজ। চেলসির হয়ে একমাত্র গোলটি করেন ক্রিস্টোফার এনকোকু।