দেশের খ্যাতিমান রবীন্দ্র সংগীতশিল্পী ও বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সহসভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি সম্প্রতি ভারতের বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’তে ভূষিত হয়েছেন। এ জন্য তাকে আজ সন্ধ্যা ৬টায় সংবর্ধনা জানাচ্ছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে রেজওয়ানা চৌধুরী বন্যাকে এ সংবর্ধনা জানানো হবে। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান নাট্যজন আতাউর রহমান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রেজওয়ানা চৌধুরী বন্যার সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি মাহমুদ সেলিম।
সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করবেন সুরের ধারার শিল্পীরা। একক সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট কণ্ঠশিল্পী লিলি ইসলাম, স্বাতী সরকার, মহাদেব ঘোষ, খন্দকার খায়রুজ্জামান কাইউম, বুলবুল ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী, পীযুষ বড়ুয়া প্রমুখ। পাশাপাশি ‘স্পন্দন’শিল্পীগোষ্ঠী শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন।
এতে আরও উপস্থিত থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র শীল এবং বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সহসভাপতি বিশ্বজিৎ রায়।