লিস্ট-এ ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের কাছেও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সিসিডিএমের চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, ২০২৪ সালের লিগে বিদেশি খেলবেন না। সম্পূর্ণ দেশি ক্রিকেটার নিয়ে হবে ঢাকা লিগ। তিনি বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের জন্য বিপিএল আছে। ঢাকা প্রিমিয়ার লিগ দেশের ক্রিকেটাররা খেলবে। আমাদের ক্রিকেটারদের উন্নতির জন্য এবং সুযোগ করে দিতে এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বাংলাদেশের এই লিগে খেলে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার ফোকাসে এসেছেন। পাকিস্তান, আফগানিস্তান ও জিম্বাবুয়ের ক্রিকেটারদেরও শানিত হতে দেখা গেছে ডিপিএলে খেলে। তবে এ মৌসুম থেকে ঢাকা লিগে খেলবেন না কোনো বিদেশি ক্রিকেটার।
একটা সময়ে ডিপিএল খেলা হতো চারজন বিদেশি ক্রিকেটার নিয়ে। সেখান থেকে কমিয়ে দু’জন করা হয়। কয়েক বছর আগে বিদেশি কোটা নামিয়ে আনা হয় একজনে। এবার সেটা শূন্যের কোঠায় নিয়ে যেতে চাচ্ছেন বিসিবি কর্তারা।