দীর্ঘ চার বছর পর নতুন প্রক্টর পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই পদে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে এ দায়িত্ব দেয়া হয়। আগামী দুই বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। এই আদেশ সোমবার থেকে কার্যকর হবে এবং বিধি মোতাবেক তিনি সকল ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।