পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে প্রকাশিত হয়েছে তারকা ও তরুণ শিল্পীদের বেশ কিছু গান। যেখানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কথা, সুর ও সংগীতায়োজনে বৈচিত্র্য তুলে আনার চেষ্টা ছিল অনেকের।
পাশাপাশি প্রকাশিত হয়েছে মুজা ও কনার প্রথম আয়োজন ‘ডানে বামে’। বাঁধনের লেখাগানটির সংগীতায়োজন করেছেন মুজা নিজেই। বিশ্ব ভালোবাসা দিবস সামনে রেখে বেশ কয়েক বছর ধরেই নতুন গান প্রকাশ করে আসছেন শিল্পী ও সংগীতায়োজক হাবিব ওয়াহিদ। এবার নিজের সুরে নয়, কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে প্রথমবারের মতো গেয়েছেন তিনি। রতজ ঘোষের লেখা এগানের শিরোনাম ‘বোকামন’। ছোট্ট বিরতির পর শিল্পী এফআই সুমন প্রকাশ করেছেন নতুন একক গান ‘রব জানে সব’। সোহাগ ওয়াজিউল্লাহর লেখা এগানের সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
এ ছাড়াও শিল্পী প্রতীক হাসান, সুনিধি নায়েক, তোসিবা, এফএ প্রীতমসহ আরও বেশ কয়েকজন শিল্পীর একক ও দ্বৈত গান প্রকাশিত হয়েছে ফাগুন ও ভালোবাসা দিবসকে রাঙিয়ে দিতে। নতুনভাবে জুটি গড়েও দ্বৈতগান প্রকাশ করেছেন বেশ কয়েকজন শিল্পী ও সংগীতায়োজক। অডিওতে প্রথমবারের মতো জুটি বেঁধে গান করেছেন নন্দিত কণ্ঠশিল্পী ন্যান্সি ও হৃদয় খান। শিরোনাম ‘আলিঙ্গন’। শফিক তুহিনের কথা ও সুরেগানটির সংগীতায়োজন করেছেন হৃদয় খান নিজেই।